About US

Correctnews24.com

একটি বাংলা অনলাইন নিউজ পোর্টাল ওয়েবসাইট।

>> সর্বদা সঠিক সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। <<

এটি মূলত দেশ-বিদেশের আকর্ষনীয় প্রধান প্রধান সংবাদ সহ বিনোদন, সংস্কৃতি, আইন-আদালত, শিক্ষা, লাইফস্টাইল, চিকিৎসা, অনলাইন ক্যারিয়ার ইত্যাদি বিষয়ে বাংলাদেশের প্রধান প্রধান টিভি চ্যানেল, রেডিও স্টেশন, নিউজপেপার ইত্যদিতে প্রকাশিত নিউজগুলো একত্রে প্রকাশ করে থাকে। মূলত আমাদের লক্ষ্য হচ্ছে একটা পত্রিকায় সমস্ত নিউজ একসঙ্গে সজ্জিত করে পাঠকের কাছে তুলে ধরা। যেন পাঠক খুব সহজেই প্রধান প্রধান সংবাদগুলো একটা সাইট থেকে দেখতে/পড়তে পারেন। আমাদের বিশ্বাস পাঠকরা এতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং এটি স্বাদরে গ্রহন করবেন। আমরা মূলত প্রতিটি নিউজের সঙ্গে মূল মাধ্যমের নাম সূত্র সহ প্রকাশ করে থাকি। আমরা দেশ ও জনগনের পক্ষে কথা বলি। দেশের সরকার ও আইনের প্রতি শ্রদ্ধা করি।
ধন্যবাদ।